Image default
কী ও কেন

পিলের বোতল কেন কমলা রঙের হয়?

আপনি কি কখনও ভেবে দেখেছেন, কেন পিলের বোতলগুলো কমলা রঙের হয়? যদি আপনার কাছে এমন প্রশ্ন থাকে, তবে আপনি একা নন। অনেকেই এর কারন জানে না। ঔষধের দোকানে গেলেই চোখে পড়ে এই স্বচ্ছ কমলা বোতল, যার ভেতরে রাখা থাকে বিভিন্ন ধরনের ট্যাবলেট বা ক্যাপসুল। কিন্তু কেন অন্য কোনো রঙ না?  আজ আমরা জানব পিলের বোতল কেন কমলা রঙের হয় এবং এর পেছনে কী কারণ থাকতে পারে।

আলো থেকে সুরক্ষা

কমলা রঙের বোতল ব্যবহারের অন্যতম প্রধান কারণ হলো আলো থেকে ঔষধকে রক্ষা করা। অনেক ওষুধ আলোর সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায় বা কার্যকারিতা কমে যায়। বিশেষ করে অতিবেগুনি (UV) রশ্মি ঔষধের রাসায়নিক গঠন পরিবর্তন করতে পারে। এই রঙ  UV রশ্মিকে সম্পূর্ণরূপে অকেজো করে দিতে পারে। ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিনগুলির কার্যকারিতা খুব সহজেই আলোতে নষ্ট হয়ে যায়। 

কমলা রঙের এই বোতল বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে এটি আলো শোষণ করে এবং অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করতে পারে। ফলে বোতলের ভেতরে থাকা ওষুধ দীর্ঘদিন কার্যকর থাকে।

স্বচ্ছতা এবং দৃশ্যমানতা

কমলা রঙের বোতল সাধারণত কিছুটা স্বচ্ছ হয়ে থাকে। এই জন্য ভেতরের ওষুধ সহজেই দেখা যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক ওষুধ দেখতে প্রায় একইরকম হয়। স্বচ্ছ বোতলের মাধ্যমে সহজেই বোঝা যায়, কোন ওষুধটি কতটুকু পরিমাণ রয়েছে। এছাড়াও, চিকিৎসক বা ফার্মাসিস্ট বোতল না খুলেই সহজে চিহ্নিত করতে পারেন যে, এটি সঠিক ঔষধ কিনা।

অনেক দেশে সম্পূর্ণ অস্বচ্ছ বোতল নিষিদ্ধ কারণ এতে রোগীরা বোঝতে পারেন না যে তারা সঠিক ওষুধ গ্রহণ করছেন কিনা। স্বচ্ছ কমলা বোতল এক্ষেত্রে একটি ভারসাম্য রক্ষা করে। এটি যথেষ্ট স্বচ্ছ যাতে ওষুধ দেখা যায়, কিন্তু পর্যাপ্ত অস্বচ্ছ যাতে আলো থেকে সুরক্ষা দেওয়া যায়।

ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা

ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কমলা রঙের বোতল ব্যবহার

কমলা রঙের বোতল ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। ১৯৫০ ও ৬০-এর দশকে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ওষুধের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। তখন থেকেই ওষুধ সংরক্ষণের জন্য নির্দিষ্ট মানদণ্ড তৈরি করা হয়। গবেষকরা দেখতে পান যে, কমলা রঙের প্লাস্টিক বোতলগুলি UV আলো প্রতিরোধে সবচেয়ে কার্যকর এবং ওষুধের মান অক্ষুণ্ণ রাখতে সহায়ক।

পরবর্তীতে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এটি ব্যবহার করা শুরু করে। সময়ের সঙ্গে এটি একটি স্ট্যান্ডার্ড রূপে স্বীকৃত হয়।

শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ

সন্তানদের ওষুধ থেকে নিরাপদ রাখতে কমলা রঙের বোতল ব্যবহার

শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের বোতলের নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সহজাত কৌতূহলের কারণে তারা প্রায়শই বিভিন্ন বস্তু মুখে নিতে চায়। ওষুধের ক্ষেত্রে সেটা বিপজ্জনক হতে পারে। তাই ফার্মাসিগুলো সাধারণত “চাইল্ড-প্রুফ ক্যাপ” ব্যবহার করে।এই ক্যাপ শিশুদের পক্ষে খোলা কঠিন। বিশেষ করে কমলা রঙের বোতলগুলোর ঢাকনায় “পুশ-অ্যান্ড-টুইস্ট” প্রযুক্তি থাকে। এই ক্যাপ নির্দিষ্ট কৌশল ছাড়া খোলা যায় না। এতে শিশুদের দুর্ঘটনাজনিত ওষুধ গ্রহণের ঝুঁকি কমে যায়। অভিভাবকদেরও উচিত ওষুধ শিশুর নাগালের বাইরে রাখা। 

পরিবেশগত প্রভাব এবং পুনর্ব্যবহারযোগ্যতা

কমলা রঙের বোতল সাধারণত পলিথিন টেরেফথ্যালেট (PET) বা পলিপ্রোপাইলিন (PP) দিয়ে তৈরি হয়। এই উপাদানগুলো পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য। PET বোতল ১০০% রিসাইকেলযোগ্য।এই বোতলকে প্রক্রিয়াজাত করে নতুন বোতল, পোশাকের ফাইবার, এমনকি খাদ্য-গ্রেড প্যাকেজিং তৈরিতে ব্যবহৃত যায়। পলিপ্রোপাইলিনও উচ্চ তাপসহনশীল এবং রিসাইকেলযোগ্য। এর ফলে প্লাস্টিক বর্জ্য কমে আসে। অনেক ফার্মাসি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ব্যবহৃত বোতল সংগ্রহ করে পুনঃব্যবহারের উদ্যোগ নেয়। তবে, ভুলভাবে ফেলে দেওয়া হলে এগুলো মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণ হতে পারে। তাই যথাযথ পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যতের সম্ভাবনা: পরিবর্তনের পথে কি পিল বোতল?

কমলা রঙের বোতল দীর্ঘদিন ধরে ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন ধরনের ওষুধ সংরক্ষণ পদ্ধতি নিয়েও গবেষণা চলছে। কিছু কোম্পানি বর্তমানে স্মার্ট প্যাকেজিং প্রযুক্তি নিয়ে কাজ করছে।এই প্রযুক্তিতে বোতলে একপ্রকার ইলেকট্রনিক সেন্সর থাকবে, যা ওষুধ গ্রহণের সময়সূচি মনে করিয়ে দিতে পারবে।

এছাড়াও, কিছু ব্র্যান্ড পরিবেশগত প্রভাব কমাতে জৈব-নির্ভর প্লাস্টিক বা কাচের বোতলের দিকে ঝুঁকছে। তবে এখনো পর্যন্ত কমলা রঙের পিল বোতলের বিকল্প হিসাবে কার্যকারি কিছু পাওয়া যায় নি।

স্মার্ট প্যাকেজিং প্রযুক্তির পিল বোতল

একটি ছোট্ট পিল বোতলের রঙের মধ্যেও লুকিয়ে আছে বিজ্ঞান, কত পরিকল্পনা! আলো থেকে সুরক্ষা, ওষুধ চিহ্নিতকরণ, ভুল বোঝাবুঝি কমানো, শিশুর নিরাপত্তা এবং পরিবেশগত দিক বিবেচনা করেই কমলা রঙের বোতল এখনো ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে আদর্শ। ভবিষ্যতে প্রযুক্তি নতুন বিকল্প আনতে পারে। কিন্তু এখন পর্যন্ত কমলা বোতলই ওষুধ সংরক্ষণের সবচেয়ে নিরাপদ ও কার্যকর সমাধান।

এখন আপনি যখন কোনো পিলের বোতল দেখবেন,  তখন আপনি জানবেন এর পেছনে কেন কমলা রঙের ব্যাবহার হয়েছে। এটি আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য সুপরিকল্পিত একটি ব্যবস্থা।

তথ্যসূত্র 

Leave a Comment

Table of Contents

    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More