Image default
টুকরো তথ্য

রিমোট জব কী ও কোথায় পাওয়া যায়!

আচ্ছা কেমন হয়, যখন কেউ তার বাসাকে একটি অফিস বানিয়ে ফেলছেন, কিংবা দূরে কোথাও ভ্রমনে যাওয়ার সময় ট্রেনে বসে ছোট ছোট কাজগুলা করে ফেলছেন কিংবা সমূদ্রের পাশে কোন এক পাহাড়ে বসে নিজের অফিসের কাজ গুলো নিমিষেই শেষ করে ফেলতে পারছেন? বেশ ভালো ই হবে তাইতো? হ্যাঁ, এটাই রিমোট জব। 

রিমোট জব হচ্ছে “দূরবর্তী কাজ” অর্থাৎ এমন একটি চাকরি, যে চাকরিতে অফিসের কাজের জন্য বাসার বাহিরে না গিয়ে বরং বাসায় বসে অফিসিয়াল কাজ সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। অন্যান্য চাকরিগুলোতে যেমন নির্দিষ্ট সময় ঠিক করা থাকে , কোন সময় অফিসে যেতে হবে সেটা নির্ধারিত থাকে ঠিক তেমনি রিমোট জবেও সময় নির্ধারিত থাকে। পার্থক্য শুধু, প্রয়োজনীয় মিটিং সহ অন্যান্য তথ্য আদান প্রধান অনলাইনে গুগল মিট অথবা জুমের মাধ্যমে করা হয়। সেক্ষেত্রে অন্যান্য মাধ্যমও ব্যবহার করা যেতে পারে। এক কথায়, অফিসের কাজ বাসায় বসে করা হয়। কিছু কিছু রিমোট জবে আবার ভিন্নতা করা যায়। যেখানে একজন চাকুরীজীবীকে কয়েক ঘণ্টার জন্য অফিসে যেতে বলা হয়, বাকি কাজ বাসায় বসে করার অনুমতি দেওয়া হয়।

একটা সময় ফ্রিল্যান্সিং এর সাথে রিমোট জবকে গুলিয়ে ফেলা হত। যুগ পাল্টানোর সাথে সাথে এই ধারনা অনেকটাই পাল্টেছে। বর্তমানে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলা রিমোট জবের দিকে ঝুকছে। যেখানে তাদের অফিস খরচ, এমপ্লয়িদের আসা-যাওয়া ঝামেলা সহ অন্যান্য অনেক সমস্যাকে তারা খুব সহজেই ওভারকাম করতে পারছে। 

রিমোট জব বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন- কম্পিউটার প্রোগ্রামিং, ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, কাস্টমার সার্ভিস জব, ডাটা এন্ট্রি, কোডিং এবং ট্রান্সক্রিপশন জব, রাইটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইত্যাদি সহ নানা ধরনের রিমোট জব রয়েছে। 

ফেসবুক, টুইটার এবং লিংকড ইন খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেখানে ভালো ভালো রিমোট জব পাওয়া সম্ভব। এছাড়া শুধু জব সার্চ এর জন্য রয়েছে, Indeed, Glassdoor, RemoteHub, Angellist সহ বিশ্বের বিভিন্ন সাইট, যেখান থেকে খুব সহজে রিমোট জবে এপ্লাই করা যায়। 

Related posts

রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদ

পুশরাম চন্দ্র

মৌলবাদ ও মৌলবাদের রকমফের

টর: নিষিদ্ধ জগতে প্রবেশের দরজা

শেখ আহাদ আহসান

Leave a Comment

Table of Contents

    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More