Image default
প্রযুক্তি

২০২৫ সালে যেসব এআই স্মার্টফোন আসছে

টেলিফটো ক্যামেরা প্রযুক্তি, সাধারণত উচ্চ দামের ফোনে থাকে। তবে এ নতুন বছরে ১৫,০০০-২০,০০০ টাকার বাজেট ফোনেও পাওয়া যাবে এ অত্যাধুনিক ক্যামেরা সুবিধার।

চলতি বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন প্রযুক্তি জগতে একটি রেকর্ড সৃষ্টিকারী আবিষ্কার হয়েছে। স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাজেট, এমনকি প্রতিদিনের ব্যবহৃত বৈদ্যুতিক ডিভাইসে এআই এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। এখন এ আই শুধুই তত্ত্ব নয়, বরং, বাস্তবেও কাঁপাচ্ছে প্রযুক্তি বিশ্বকে। 

এখন ২০২৫ সালে বাজারে যেসব স্মার্টফোন আসছে, সেগুলিতেও আমরা দেখতে পাবো একাধিক অত্যাধুনিক এ আই ফিচার। 

চলুন দেখে আসি, ২০২৫ সালে আসা স্মার্টফোনগুলোতে ঠিক কী কী নতুন চমক অপেক্ষা করছে-

২০২৫ সালে স্মার্টফোনের অত্যাধুনিক ফিচার

২০২৫ সালে স্মার্টফোনে নতুন কিছু প্রযুক্তির সংযোজন ঘটবে। যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। মজার ব্যাপার হচ্ছে, এখন বাজেট ফোনেও এআই প্রযুক্তির অভিজ্ঞতা পাওয়া যাবে। ক্যামেরা, গেমিং, ব্যাটারি, সার্চ ও ট্রান্সলেশনসহ বিভিন্ন সেগমেন্টে ব্যবহৃত হবে এআই এর নতুন ফিচারগুলো। 

শক্তিশালী ব্যাটারি 

২০২৫ সালে বাজারে আসা প্রযুক্তি গুলোর মাধ্যমে ৬০০০mAh বা তার বেশি ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে। সিলিকন ও গ্রাফিনের কারণে ফোনের ব্যাটারি বড় হলেও, ফোন হবে হালকা ও পাতলা। 

এই উন্নত ব্যাটারি প্রযুক্তি শুধুমাত্র প্রিমিয়াম ফোনেই সীমাবদ্ধ থাকবে না; বাজেট ফোনেও ব্যবহার করা হবে উন্নত ব্যাটারিগুলো। পাশাপাশি দীর্ঘ ব্যাটারি লাইফও নিশ্চিত করবে।

ওয়াইফাই ৭ 

আরও ফাস্ট ও সিকিউর কানেক্টিভিটি নিশ্চিত করতে বাজারে আসছে নতুন সব প্রযুক্তি। এরই অন্যতম হচ্ছে ‘ওয়াইফাই ৭’, যা ইতিমধ্যেই ২০২৪ সালে অ্যাপেল ও স্যামসাং ফোনে দেখা গেছে। এখন অন্যান্য ফোনেও পাওয়া যাবে এ সুবিধা। 

এই নতুন প্রযুক্তি ইন্টারনেট স্পিড এবং নিরাপত্তা বাড়াবে দ্বিগুণেরও বেশি।

স্যাটেলাইট কমিউনিকেশন সেবা 

বিগত বছরগুলোতে আইফোন ১৫ এবং গ্যালাক্সি এস২৪ আলট্রায় স্যাটেলাইট কমিউনিকেশন সেবা পাওয়া যেতো। স্যাটেলাইট কমিউনিকেশন পৃথিবীর যে কোনও জায়গা থেকে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করতো। 

এই প্রযুক্তি ২০২৫ সালে আরও বাজেট এবং মিড-রেঞ্জ ফোনে পাওয়া যাবে।ফলে আরও বেশি মানুষ এর সুবিধা পেতে যাচ্ছে ।

কম্প্যাক্ট এবং হালকা ফোন 

২০২৫ সালে বাজারে আসবে কম্প্যাক্ট এবং হালকা ফোন। সিলিকন ও গ্রাফিন ব্যাটারির কারণে ফোনের ওজন কমে যাবে। 

এমনকি ১৫০ গ্রাম ওজনের ফোন বাজারে আসবে। ব্যবহারকারীরা আরও সহজে এবং দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহার করতে পারবেন।

টেলিফটো ক্যামেরা প্রযুক্তি

টেলিফটো ক্যামেরা প্রযুক্তি, সাধারণত উচ্চ দামের ফোনে থাকে। তবে এ নতুন বছরে ১৫,০০০-২০,০০০ টাকার বাজেট ফোনেও পাওয়া যাবে এ অত্যাধুনিক ক্যামেরা সুবিধার। 

এর ফলে, বাজেট ফোন ব্যবহারকারীরা লসলেস জুম এবং উন্নত পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যা আগের তুলনায় অনেক বেশি অ্যাডভান্সড হতে যাচ্ছে।

এআই স্মার্ট ফোন

মোবাইল ফোনে এআই ক্যামেরা প্রযুক্তি

বর্তমানে মোবাইল ফোনে ক্যামেরা প্রযুক্তিতে ব্যাপক উন্নতি ঘটেছে। পূর্বের তুলনায় ক্যামেরা সেন্সর, মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরার যেমন উন্নতি ঘটেছে, পাশাপাশি স্মার্টফোন ক্যামেরার সেটিংসে নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। 

ফটো তুলতে সাহায্য

ভালো মানের ফটোগ্রাফির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো ক্যামেরা। এখন এআই ক্যামেরা এই কাজটি সহজ করে দিচ্ছে। এআই ক্যামেরার সব থেকে আশ্চর্যজনক দিক হচ্ছে, এটি চলন্ত বস্তুর গতি বুঝে ছবি তুলতে সক্ষম। 

চলন্ত বস্তু, স্কেটবোর্ড বা সাইকেল রাইডের সময়, এআই ক্যামেরা চলন্ত বস্তুর গতিকে বিবেচনা করে সঠিক শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও সেটিংস নিজে থেকেই নির্বাচন করে। 

এছাড়া, এ ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস, অ্যাপারচার, শাটারস্পিড, এবং আইএসও এর মতো সেটিংসগুলো সঠিকভাবে নির্বাচন করে। ফলে যে কেউ সহজেই নিখুঁত ছবি তুলতে পারে।

আউট অফ ফোকাস এবং অন্যান্য সেবা

অনেক সময় যাদের ক্যামেরার জ্ঞান নেই, তারা ছবি তুলতে গিয়ে আউট অফ ফোকাস সমস্যায় পড়েন, যার ফলে ছবির মূল বিষয়টি ঝাপসা হয়ে যায়। এমনকি, কখনো ক্যামেরার লেন্সে আঙুল পড়লে কিংবা কোনো বস্তু হঠাৎ সামনে চলে এলে ছবির মান নষ্ট হয়ে যায়। তবে এআই ক্যামেরা এই সমস্যাগুলোর সমাধান করে। 

এআই ক্যামেরা একাধিক ছবি তুলতে তো সক্ষমই, এমনকি এগুলোর মধ্যে থেকে সেরা ছবিটি নির্বাচনও  করে দেয়। এআই প্রযুক্তি ছবির বোকে এফেক্ট (পেছনের অংশ ঝাপসা করে ছবি আরও আকর্ষণীয় করা) এবং অন্যান্য বিশেষ ইফেক্ট যেমন নরম লাইটিং, শার্পনেস ইত্যাদি ব্যবহার করে সৌন্দর্য বাড়িয়ে তোলে।

স্মার্ট ফোনের এআই ডিভাইস 

স্মার্টফোনের বাজারে দুটি নতুন এআই ডিভাইস এর সংযোজন ঘটেছে। র‌্যাবিট আর-১ এবং হিউম্যান এআই পিন – এই ডিভাইসগুলো এআই স্মার্টফোনের ফিচারগুলোকে ছোট আকারে নিয়ে এসেছে, যা সহজ ভাবে পরিবহন এবং ব্যবহারযোগ্য।

র‌্যাবিট আর-১ হচ্ছে একটি ছোট ২.৮৮ ইঞ্চির টাচস্ক্রিন ডিভাইস। এর মধ্যে রয়েছে ঘূর্ণায়মান ক্যামেরা এবং বাটন। এ ডিভাইসটি স্মার্টফোনের অনেক ফিচারকে প্রতিস্থাপন করতে সক্ষম। এটি ফোনের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করবে। এর মাধ্যমে সেলফি তোলা, ভিডিও রেকর্ডিংসহ অন্যান্য কাজ করা যাবে অনায়াসে।

অপরদিকে, হিউম্যান এআই পিন মাইক্রোসফট এবং ওপেন এআই প্রযুক্তি দিয়ে তৈরি একটি অতি ক্ষুদ্র ডিভাইস। এটি পিন বা ব্যাজ হিসেবে পরা যায়। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট সুবিধা। এই এআই পিন বা ব্যাজ এ ব্যবহারকারীরা ইয়ারবাড বা ইয়ারফোন সংযুক্ত করতে পারবেন, মাইক অন/অফ করতে পারবেন এবং মেসেজ পাঠাতে পারবেন।

র‌্যাবিট আর-১ এবং হিউম্যান এআই পিন

২০২৫ সালের সেরা এআই-সমৃদ্ধ স্মার্টফোন এবং দাম 

২০২৫ সালে কিছু নতুন মডেল স্মার্টফোন চালু হতে যাচ্ছে যা জেনারেটিভ এআই (GenAI) প্রযুক্তি সুবিধা প্রদান করবে।

অ্যাপল আইফোন এসই ৪

প্রসেসর: A18 বায়োনিক চিপ
লঞ্চ: ২০২৫ সালের শুরুর দিকে (জানুয়ারি থেকে মার্চের মধ্যে)
মূল্য: ৫১,০০০টাকা থেকে ৫৬,০০০টাকা 

ফিচারস

  • এতে থাকছে A18 চিপের সাথে, আইফোন এসই ৪ এআই প্রযুক্তির মাধ্যমে উন্নত সিরি সক্ষমতা।
  • এই ডিভাইসটি উন্নত কম্পিউটেশনাল ফটোগ্রাফির মাধ্যমে স্মার্ট HDR এবং নাইট মোড এর মতো বৈশিষ্ট্য যুক্ত করবে।
  • এতে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে, যা বস্তু অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেটিংস অপটিমাইজ করবে।
  • A17 চিপে মেশিন লার্নিং থাকবে।যেটি প্রেডিক্টিভ টেক্সট এবং কনটেক্সচুয়াল অ্যাপ সেজেস্টশনের মতো ফিচার এর সুবিধা দিবে।
অ্যাপল আইফোন এসই ৪

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা

প্রসেসর: Snapdragon 8 Elite for Galaxy
লঞ্চ: ২০২৫ সালের ফেব্রুয়ারি
মূল্য: আনুমানিক ১,৪০,০০০ টাকা 

ফিচারস

  • স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রাতে উচ্চ রেজল্যুশন AMOLED স্ক্রীন এবং অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকবে। যা স্ক্রলিং এবং গেমিং এর অভিজ্ঞতাকে আরও স্মুথ করবে।
  • এটি স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা সেটিংস পরিবর্তিন করে তোলার অভিজ্ঞতা আরও উন্নত করবে।
  • ডিভাইসটি আরও উন্নত ভয়েস রেকগনিশন এবং স্মার্ট নোটিফিকেশন সরবরাহ করবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা

ওয়ানপ্লাস ১৩

প্রসেসর: Snapdragon 8 Elite চিপ
লঞ্চ: জানুয়ারি ২০২৫
মূল্য: ৬৭,০০০ টাকা  থেকে ৭০,০০০ টাকা 

ফিচারস

  • ওয়ানপ্লাস ১৩ তে থাকবে হ্যাসেলব্লাড ক্যামেরা টিউনিং। যা এআই ব্যবহারের মাধ্যমে উচ্চ মানের ফটোগ্রাফি এবং ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা দিবে।
  • ডিভাইসটির ব্যাটারি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। যা ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী ব্যাটারি অপটিমাইজ করবে।
  • এর পাশাপাশি, ফোনটি গেমিং মোডেও এআই অপটিমাইজেশন করবে, যা গেমের ধরন অনুযায়ী পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে।
ওয়ানপ্লাস ১৩

শাওমি ১৫

প্রসেসর: Snapdragon 8 Elite
লঞ্চ: ২০২৫ সালের শুরুর দিকে
মূল্য: আনুমানিক ৫২,৯৯৪ টাকা 

ফিচারস

  • শাওমি ১৫ তে লেইকা-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যা এআই ব্যবহারের মাধ্যমে ফটোগ্রাফি উন্নত করবে। 
  • এআই ব্যবহার করে ব্যাটারি ব্যবস্থাপনা উন্নত করা হবে, যা ফোনের চার্জিং প্যাটার্ন অনুযায়ী সয়ংক্রিয়ভাবে ব্যাটারি হেলথ অপটিমাইজ করবে।
শাওমি ১৫

ওপ্পো ফাইন্ড N3

প্রসেসর: Snapdragon 8 Gen 3
লঞ্চ: ২০২৫ সালের শুরুর থেকে মাঝামাঝি
মূল্য: ১,৪৫,৩৯৯ টাকা

ফিচারস

  • ফোল্ডেবল ডিজাইনের সাথে, এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। 
  • ক্যামেরা পারফরম্যান্সকে উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।যা ছবি স্ট্যাবিলাইজেশন এবং বস্তু বা দৃশ্য সনাক্তকরণে সাহায্য করবে।
ওপ্পো ফাইন্ড N3

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গেই আসছে নতুন নতুন সব ফিচার, চমকপ্রদ ডিজাইন। সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিতো থাকছেই। ২০২৫-এ যে স্মার্টফোনগুলো আসবে, তা শুধুমাত্র আপনার জীবনকে সহজ করবে না, বরং আপনার অভিজ্ঞতাকেও করবে পরিপূর্ণ।

রেফারেন্স 

Related posts

বাইন্যান্স: ক্রিপ্টোকারেন্সি জগতের বিপ্লব

শেখ আহাদ আহসান

Leave a Comment

Table of Contents

    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More