ডাউনলোড ও ফাইল শেয়ারিং এর জগতে অন্যতম একটি মাধ্যম হল টরেন্ট(Torrent)। Torrent হলো মূলত একটি বিশেষ ফাইল শেয়ারিং পদ্ধতি। বড় বড় ফাইল এবং যেসব ফাইল বিভিন্ন কপিরাইট এর কারনে ক্লাউড স্টোরেজে আপলোড করা যায় না, সেগুলো এই পদ্ধতিতে শেয়ার করা হয়। এটি একটি PC to PC ফাইল শেয়ারিং পদ্ধতি, যেখানে কোন রকম মধ্যবর্তী ক্লাউড স্টোরেজে আপলোড ছাড়াই টরেন্টে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সরাসরি ফাইল ডাউনলোড হয়।
বড় বড় ফাইল, বিশেষ করে সফটওয়্যার, গেম যেগুলো সাধারনত ক্লাউড স্টোরেজে আপলোড করে শেয়ার করার জন্য উপযুক্ত নয়, সেগুলোকে টরেন্ট এর মাধ্যমে শেয়ার করা হয়। শুধু বড় বড় সফটওয়্যার এবং গেমই নয় বিভিন্ন এক্সক্লুসিভ মুভি থেকে অনেক কিছুই যা সরাসরি বিভিন্ন সাইট ও ক্লাউড স্টোরেজে পাওয়া কষ্টসাধ্য সেগুলো খুব সহজেই পাওয়া যায় টরেন্ট এর মাধ্যমে।
টরেন্ট প্রায় 10 KB(*.torrent*) নামের একটি ছোট ফাইল, যাতে ডাউনলোড করার ফাইলের তথ্য এবং ট্র্যাকার থাকে। এই ট্র্যাকার অনলাইনে সেই ফাইলটি যেসব কম্পিউটারে আছে বা ডাউনলোড হচ্ছে তা খুঁজে বের করে। আপনি যখন কোন ফাইল ডাউনলোড শুরু করেন, তখন সেই কম্পিউটারগুলো থেকে আপনার কম্পিউটারে ফাইল ট্রান্সফার হয়। শুধু সম্পূর্ণ ডাউনলোড করা ফাইলই নয়, যারা ডাউনলোড করছে তাদের থেকেও ফাইলের অংশ ডাউনলোড হয়। একইভাবে, আপনার কম্পিউটারও অন্য ব্যবহারকারীদের কাছে ফাইলের অংশ আপলোড করে। আপলোডের গতি সর্বনিম্ন 1 KB/s পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়।
টরেন্ট দিয়ে ফাইল ডাউনলোড করতে প্রথমে প্রয়োজন একটি টরেন্ট ফাইল। নির্ভরযোগ্য দুটি টরেন্ট সাইট হলো kickass.to এবং thepiratebay.org (সতর্কতা: 18+ কন্টেন্ট থাকতে পারে)। এছাড়াও, torrentz.com একটি জনপ্রিয় টরেন্ট সার্চ ইঞ্জিন, যেখানে সার্চ করলে একাধিক টরেন্ট সাইট থেকে লিংক পাওয়া যায় সহজেই।