Image default
ঘটমান বর্তমান

ইলন মাস্কের দ্রুতগতির ইন্টারনেট স্টারলিংক – বাংলাদেশ প্রস্তুত তো?

স্টারলিংক সংযোগ নিতে প্রাথমিকভাবে প্রায় ৫০-৭০ হাজার টাকা খরচ হবে এবং মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

বর্তমান বিশ্বে যে ইন্টারনেট সেবা সারাবিশ্বে হৈচৈ ফেলে দিয়েছে, তা হলো ইলন মাস্কের স্টারলিংক। ইলন মাস্ককে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিলই বলা যায়। কারণ, পৃথিবীর সফল মানুষদের ইতিহাস রচনা করা হলে সেখানে শুরুর দিকেই থাকবে এই মানুষটির নাম। অনেকে বলেন, ইলন মাস্ক যে কাজ হাতে নেনে, সেখানেই সোনা ফলে। 

আসলেই কী বাস্তবতা এমন? চলুন জেনে আসি। 

ইলন মাস্ক: সফলতার গল্প 

ইলন মাস্ক শুধু একজন উদ্যোক্তা নন, তিনি আধুনিক বিশ্বের অন্যতম বিস্ময়কর উদ্ভাবক! বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ভ্রমণ, মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ সব জায়গায় তার ছাপ!

মাত্র ১২ বছর বয়সে তিনি নিজেই একটি ভিডিও গেম তৈরি করেন এবং সেটি ৫০০ ডলারে বিক্রি করেন! তার প্রথম কোম্পানি Zip2 বিক্রি হয় ৩০৭ মিলিয়ন ডলারে, আর তার অনলাইন পেমেন্ট কোম্পানি X.com ১.৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়! পরবর্তীতে PayPal এই কোম্পানি পরিচিতি লাভ করে। 

ইলন মাস্কের যত কোম্পানি

২০০২ সালে তিনি SpaceX প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য মঙ্গলগ্রহে মানুষ পাঠানো! ২০১৮ সালে Falcon Heavy উৎক্ষেপণ করে ইতিহাস গড়ে, আর এখন Starship নিয়ে মঙ্গলে যাওয়ার প্রস্তুতি চলছে! ২০০৪ সালে তিনি Tesla তে যোগ দেন এবং বৈদ্যুতিক গাড়ির জগতে বিপ্লব ঘটান! মডেল S, ৩, X, Y সব মডেলই পরিবেশবান্ধব, আধুনিক ও স্বয়ংক্রিয় চালনায় সক্ষম!

মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযোগ দিতে Neuralink, আর ট্রাফিক কমাতে ভূগর্ভস্থ টানেল নির্মাণ করছে ইলন মাস্কের The Boring Company!

ইলন মাস্ক থেমে নেই! তার লক্ষ্য মঙ্গলগ্রহে বসতি গড়া, পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনা এবং মানুষের চিন্তার ক্ষমতা আরও বাড়ানো!  

ইলন মাস্কের স্টারলিংক

ইলন মাস্ক বাংলাদেশের মানুষের কাছে আবারও আলোচনায় এসেছেন তার স্টারলিংক প্রযুক্তি নিয়ে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট–সেবা দিচ্ছে স্টারলিংক। এদিক থেকে বলতে গেলে, স্টারলিংক হলো বিশ্বের প্রথম এবং বৃহত্তম কৃত্রিম উপগ্রহনির্ভর ইন্টারনেট প্রযুক্তি। 

স্টারলিংক হলো স্পেস এক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরে বেড়ানো স্যাটেলাইটের মাধ্যমে, সরাসরি ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই প্রযুক্তি বিশেষভাবে এমন অঞ্চলগুলোর জন্য কার্যকর, যেখানে প্রচলিত ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক সহজলভ্য নয়। এই নেটওয়ার্ক সাধারণত স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কলসহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে। 

স্টারলিংক যেভাবে কাজ করে

আগেই জেনেছি স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। এক্ষেত্রে স্টারলিংক স্যাটেলাইট, স্পেসএক্সের মহাকাশযানে করে পাঠানো হয় এবং এই স্যাটেলাইটের ভর অন্য সব স্যাটেলাইটের চেয়ে অনেক কম। 

স্টারলিংক স্যাটেলাইট

স্যটেলাইটটি তার নেভিগেশন সেন্সর, অর্থাৎ, দিক নির্দেশক সেন্সরের মাধ্যমে, প্রতিটি উপগ্রহের অবস্থান ও উচ্চতা বিবেচনা করে ব্রডব্যান্ড সেবা দেয়। এই নেভিগেশনের জন্য স্টারলিংক, অপটিক্যাল স্পেস লেজার টেকনোলজি ব্যবহার করে থাকে। 

প্রতিটি স্টারলিংক স্যাটেলাইটে তিনটি করে স্পেস লেজার সিস্টেম রয়েছে। অবাক করা বিষয় হলো, এই লেজারের মাধ্যমে ২০০ গিগাবিট পর্যন্ত ডেটা পাঠানোর কাজ করা যায়, যা অন্যান্য ইন্টারনেট সেবার থেকে বহুগুণে বেশি। আর স্টারলিংক, গ্রাহকদের বেশি ব্যান্ডউইডথের সংযোগ দেওয়ার জন্য স্যাটেলাইটে পাঁচটি উন্নত অ্যারে অ্যান্টেনা ও তিনটি ডুয়াল-ব্যান্ড অ্যান্টেনা ব্যবহার করে।

স্টারলিংক এর উচ্চগতির কারণ 

বেশির ভাগ স্যাটেলাইটের ইন্টারনেট–সেবা একক স্যাটেলাইট থেকে আসে, যা ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থেকে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করে। এই কারণে ব্যবহারকারী ও স্যাটেলাইটের মধ্যে ডেটা টাইম অনেক বেশি হয়, যাকে ল্যাটেন্সি বলা হয়। এই ল্যাটেন্সির কারণে ইন্টারনেট গতি কমে যায়। 

স্টার লিংক এর উপগ্রহ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে

সেদিক থেকে স্টারলিংক হাজার হাজার উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করছে, যা পৃথিবীর অনেক কাছাকাছি থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূর হতে প্রদক্ষিণ করছে। এর ফলে, ল্যাটেন্সি উল্লেখযোগ্য হারে কম এবং এতে দ্রুতগতির ইন্টারনেট–সেবা পাওয়া যায়। 

স্টারলিংক যন্ত্রপাতির মূল্য 

তবে, স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে হলে গ্রাহকদের একটি স্টারলিংক কিট কিনতে হয়, যা সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত। এগুলো হলো- 

১। স্যাটেলাইট রিসিভার বা ডিশ অ্যান্টেনা, 

২। Wi-Fi রাউটার এবং 

৩। পাওয়ার সাপ্লাই ও মাউন্টিং কিট। 

স্টারলিংক এর ডিভাইস সমূহ

এক্ষেত্রে স্টারলিংক যন্ত্রের এককালীন দাম পড়বে প্রায় ৪২ হাজার ৩০০ টাকা এবং ব্যবহারের জন্য প্রতি মাসে গ্রাহককে ফি হিসেবে দিতে হবে প্রায় ১৪ হাজার ৫৫০ টাকা। আর এই প্যাকেজ থেকে গ্রাহকেরা প্রতি সেকেন্ডে ২৫-১০০ মেগাবাইট গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। 

বাংলাদেশে আসবে স্টারলিংক

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট আনা নিয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

অধ্যাপক ইউনূস ও ইলন মাস্ক তাদের আলোচনায় বিশেষভাবে জোর দেন বাংলাদেশের উদ্যোমী তরুণ, গ্রামীণ ও পিছিয়ে থাকা নারীদের জন্য স্টারলিংকের কার্যকরী ভূমিকার ওপর। তারা মনে করেন, এই ‘স্যাটেলাইট ইন্টারনেট সেবা’ প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমনকি বাংলাদেশে স্টারলিংক সেবার সম্ভাব্য চালুর বিষয়ক আলোচনার অংশ হিসেবে, অধ্যাপক ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে, মাস্ক ইতিবাচক সাড়া দিয়েছেন। 

স্টারলিংক ইন্টারনেট এর অসুবিধা

একটি প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, তাতে কিছু না কিছু বিষয় থাকবে যা অসুবিধার সৃষ্টি করতে পারে। স্টারলিংক প্রযুক্তির এমনই কিছু অসুবিধার মধ্যে প্রধান হলো অতিরিক্ত খরচ। স্টারলিংক সংযোগ নিতে প্রাথমিকভাবে প্রায় ৫০-৭০ হাজার টাকা খরচ হবে এবং মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। 

আবার, স্টারলিংক ডিভাইস চালানোর জন্য তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ প্রয়োজন, যা দূরবর্তী অঞ্চলের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। এদিকে আবহাওয়ার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে, কারণ, ভারী বৃষ্টি, বরফ, বা ঘন মেঘ থাকলে স্টারলিংকের ইন্টারনেট গতি কমে যেতে পারে।

তবে, স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দেশের দুর্গম এলাকায় যেখানে প্রচলিত ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিংক উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। এছাড়াও দূর্যোগকালীন অবস্থায় এই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা বাংলাদেশের জন্য উপকারী হয়ে উঠবে।

আর বর্তমান যুগের তরুণরাও এই দ্রুতগতীর ইন্টানেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে উপার্জন করে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। যার ফলে বাংলাদেশে বেকারত্বের হার উল্লেখযোগ্য হারে কমবে এবং চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা গড়ে উঠবে। বিশ্ব যখন ধীরে ধীরে ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং ইন্টারনেট অব থিংস এর দিকে এগোচ্ছে, তখন ইলন মাস্কের স্টারলিংক নতুন এক যুগান্তকারী দিগন্ত উন্মোচন করছে। 

সূত্র

Related posts

তালেবান-পাকিস্তান: বন্ধু থেকে শত্রু

ইসরাত জাহান ইরা

২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের যত পাঁয়তারা ও প্রভাব

ফেক নিউজ ও পৃথিবীজোড়া যত অদ্ভুত কাণ্ড

পুশরাম চন্দ্র

Leave a Comment

Table of Contents

    This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More